- সারাদেশ
- গজারিয়ায় স্বাস্থ্যকর্মীসহ আরও ২ জনের করোনা শনাক্ত
গজারিয়ায় স্বাস্থ্যকর্মীসহ আরও ২ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মী ও ভবেরচর ইউনিয়নের ষাটোর্ধ এক বৃদ্ধসহ আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আনাম তথ্যটি নিশ্চিত করেন।
এ নিয়ে উপজেলায় স্বাস্থ্য বিভাগের পাঁচজন কর্মকর্তা-কর্মচারীসহ মোট দশ জনের করোনা শনাক্ত হলো।
স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আনাম জানান, নতুন আক্রান্ত দুজনের নমুনার পজেটিভ ফলাফল তারা আজ হাতে পেয়েছেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন সহকারী নার্স ও নারায়ণগঞ্জ থেকে উপজেলার লক্ষীপুরা গ্রামে শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়া এক শ্রমিকসহ তিন জনের নভেল করোনা ভাইরাস(কভিড-১৯) শনাক্ত হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা নেয়া হয়।
এর পর ১২ এপ্রিল নায়ানগঞ্জফেরত ব্যাংকের একজন নিরাপত্তা কর্মীর করোনা শনাক্ত হয়। ১৪ এপ্রিল একজন স্বাস্থ্যকর্মী ও উপজেলার চর বাউশিয়ায় নারায়ণগঞ্জফেরত এক নারীর করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স ও তার কলেজ পড়ুয়া কন্যার করোনা শনাক্ত হয়।
মন্তব্য করুন