মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালকের পর তার স্ত্রী ও ছেলের করোনা শনাক্ত হয়েছে। 

সোমবার সকালে ওই অ্যাম্বুলেন্স চালকের ৪০ বছর বয়সী স্ত্রী ও ২৩ বছর বয়সী ছেলের করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ২২ এপ্রিল সিরজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত হয়। ওই দিনই ৪৫ বছর বয়সী ওই অ্যাম্বুলেন্স চালকের ছেলে ও স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে সোমবার সকালে ঢাকার আইইডিসিআর থেকে জানানো হয় ছেলে ও স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে নতুন করে আক্রান্ত স্ত্রী ও ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।