ঈশ্বরদীতে দোকান বন্ধ করতে বলায় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সাহাপুর নতুন হাট মোড়ে হাসেম সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসেম সুপার মার্কেটের কসমেটিকস, জুতা-স্যান্ডেলসহ বিভিন্ন সামগ্রীর দোকান খোলা দেখে ঈশ্বরদী থানার এএসআই খায়রুল ইসলাম, কনস্টেবল ফুয়াদ হোসেন ও রুহুল আমিন ওই মার্কেটের দোকান খোলা কেন এ প্রশ্ন করেন দোকানীদের। এ প্রশ্ন শুনে শান্ত নামের এক দোকানী পুলিশকে উদ্দেশ্য করে গালাগালি দিলে পুলিশের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন অন্যান্য ব্যবসায়ীরা। 

একপর্যায়ে শান্তকে আটক করে পুলিশের গাড়িতে উঠানোর চেষ্টা করেন পুলিশ। শান্তর চিৎকারে অন্যান্য ব্যবসায়ীরা একজোট হয়ে পুলিশকে মারপিট করে শান্তকে ছিনিয়ে নেয়। এ সময় আকস্মিকভাবে পুলিশকে ধাওয়া দিলে তারা দৌঁড়ে গাড়িতে আশ্রয় নিলে গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ঘটনাস্থলে যাওয়া এএসআই খায়রুল ইসলাম বলেন, আমরা ভালভাবে দোকান বন্ধ করতে বলেছি। কিন্তু শান্ত নামের এক দোকানী আমাদের গালাগালি করেন। তাকে পুলিশের গাড়িতে তোলার কথা বলায় অন্য ব্যবসায়ীরা আমাদের উপরে চড়াও হন। 

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করার পর পরিস্থিতি শান্ত হয়েছে। তবে আরো ভালভাবে তদন্ত করে এ বিষয়ে পরে আইনত ব্যবস্থা নেওয়া হবে।