- সারাদেশ
- স্বামীর সঙ্গে ‘অভিমান’ করে নারীর ‘আত্মহত্যা’
স্বামীর সঙ্গে ‘অভিমান’ করে নারীর ‘আত্মহত্যা’

ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে তিনি আত্মহত্যা করেছেন।
সোমবার ভোর ৫ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় চম্পা (১৭) নামের ওই গৃহবধূ মারা যান। তিনি রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার মঈনুদ্দিনের স্ত্রী ।
জানা যায়, রোববার রাত ১১ টার দিকে স্বামীর বাড়িতে কীটনাশক পান করেন তিনি। মুমূর্ষ অবস্থায় রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোমস্তাপুর থানায় অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, সোমবার সকাল ১১ টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন