- সারাদেশ
- বরগুনায় জেএমবির ২ সদস্য আটক
বরগুনায় জেএমবির ২ সদস্য আটক

ছবি: সমকাল
বরগুনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার দুই সদস্যকে আটক করেছে র্যাব-৮। রোববার সন্ধ্যায় বরগুনা সদর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ উদ্ধার করা হয় উগ্রপন্থী বই ও লিফলেট।
গ্রেপ্তার দু'জন হলেন- বরগুনার সদর উপজেলার কদমতলা গ্রামের আব্দুর রহমান (৪৪) ও হরিন্দ্রাবাড়িয়া গ্রামের মো. আলমগীর (৪৩)।
সোমবার র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, আটক হওয়া দু'জন জেএমবির দাওয়াতি শাখার সদস্য। তারা বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠনের গোপন মিটিং ও সদস্য সংগ্রহ কার্যক্রম চালাতেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন