নড়াইলের লোহাগড়া বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলায় এক মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই দোকান মালিকের নাম কদর মোল্যা।

সোমবার দুপুরে নড়াইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলাউদ্দীন তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। 

মুহাম্মদ আলাউদ্দীন জানান, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানঘর  খোলা রাখায় লোহাগড়া বাজারের স্যানিটারী দোকান মেসার্স শাওন এন্টার প্রাইজের মালিক কদর মোল্যাকে জরিমানা করা হয়েছে।

 ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে খোলা রাখা আরো কয়েকজন দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যায়। সরকারি নির্দেশনার ব্যাপারে তাদেরকেও সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।