- সারাদেশ
- গলাচিপায় করোনার উপসর্গ নিয়ে ইউপি সদস্যের মৃত্যু
গলাচিপায় করোনার উপসর্গ নিয়ে ইউপি সদস্যের মৃত্যু

প্রতীকী ছবি
পটুয়াখালীর গলাচিপায় করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কাশি ও গলা ব্যাথা নিয়ে আলহাজ মো. মোসলেম গাজী (৬৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার ভোর রাতে উপজেলার চর আগস্তি গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি চরবিশ্বার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
চরবিশ্বার ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৫-৬ দিন ধরে মো. মোসলেম গাজী অসুস্থ ছিলেন।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনির হোসেন জানায়, ওই ইউপি সদস্যকে কোভিড-১৯ প্রটোকলে দাফন করা হয়েছে। তার পরিবারের ৫৫ জন সদস্যকে কোয়ারেন্টাইনে থাকার পরর্মশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে তার পরিবারের অন্য সদস্যসহ ইউনিয়ন স্বাস্থ্য উপসহকারী মো. শাহিন মিয়ার নমুনা সংগ্রহ করা হবে বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
মন্তব্য করুন