করোনাভাইরাসকে জয় করে বাড়িতে ফিরেছেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার আবিরপাড়া গ্রামের ৭০ বছর বয়সী মা এবং তার ২৩ বছর বয়সী ছেলে। করোনামুক্ত হওয়ার অনুভুতি জানাতে গিয়ে তারা বলেন, মনের সাহস ও চিকিৎসকের আন্তরিকতায় করোনায় জয় করতে পেরেছি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে বাড়িতে ফিরে যান তারা। 

ডা. বদিউজ্জামান বলেন, ১০ এপ্রিল উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মায়ের করোনা শনাক্ত হয়। এর ৪ দিন পর তার ছেলে ও পুত্রবধুর করোনা শনাক্ত হয়। এ অবস্থায় মা, ছেলে ও পুত্রবধুকে উপজেলা স্বাস্থ্য আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় দুই দফায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সোমবার সকালে ঢাকার আইইডিসিআর থেকে মা ও ছেলের করোনা মুক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করা হয়। 

তবে পুত্রবধু এখনও আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান ডা. বদিউজ্জামান