- সারাদেশ
- চিকিৎসকদের মঙ্গল কামনায় সহস্র প্রদীপ প্রজ্জ্বলন
চিকিৎসকদের মঙ্গল কামনায় সহস্র প্রদীপ প্রজ্জ্বলন

প্রজ্জ্বলিত প্রদীপের পাশে বসে চিকিৎসকদের জন্য প্রার্থনা করা হয়েছে -সমকাল
সনাতন ধর্মালম্বীদের একটি বিশেষ দিন অক্ষয় তৃতীয়া। সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন এই দিনে কল্যাণব্রত প্রার্থনা কার্যকর হয় এবং তা অনন্তকাল অক্ষয় থাকে। বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই এই বিশেষ দিনে মৌলভীবাজার সদর উপজেলার আজিমেরুর ভোজবল গ্রামের গোবর্দ্ধনধারী সেবা সংঘের সদস্যরা চিকিৎসকদের মঙ্গল কামনা করে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করেছেন।
রোববার সন্ধ্যায় শ্রী শ্রী গোর্বদ্ধনধারীর মন্দির প্রাঙ্গনে সেবা সংঘের প্রতিষ্ঠাতা মাধবপদ গোস্বামী চিকিৎসকদের মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন করেন।
পরে নিরাপদ দুরত্বে থেকে সেবা পরিষদের সদস্য বিষ্ণুপদ ধরের পরিচালনায় সংগঠনের সদস্যরা সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করেন। এ সময় প্রজ্জ্বলিত প্রদীপের পাশে বসে চিকিৎসকদের জন্য প্রার্থনা করা হয়।
প্রদীপ নিভে যাওয়ার পর গোবর্দ্ধনধারীরা চিকিৎসকদের নামে জয়ধ্বনি ও উলুধ্বনি দেন। পরে বিশ্বের সকল করোনা আক্রান্ত মানুষের সুস্থতা কামানায় এবং এর প্রার্দুভাব থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে রক্ষায় বিশেষ প্রার্থনা করা হয়।
মন্তব্য করুন