- সারাদেশ
- বানিয়াচংয়ে এসিল্যান্ড করোনায় আক্রান্ত
বানিয়াচংয়ে এসিল্যান্ড করোনায় আক্রান্ত

করোনাভাইরাস মহামারী থেকে বানিয়াচংবাসীকে সর্বদা সচেতন রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন বানিয়াচং উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান। বাজার দর সীমিত রাখতে প্রায় প্রতিদিনই বিভিন্ন বাজারে পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু তিনি নিজেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।
২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার রাতে জানা যায়, তার পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ। বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মামুন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামুন খন্দকার আরও জানান, করোনা আক্রান্ত মতিউর রহমান বর্তমানে হবিগঞ্জ শহরে তার বাসায় আইসোলেশনে রয়েছেন।
মন্তব্য করুন