- সারাদেশ
- কিশোরগঞ্জে গাইনী চিকিৎসক আক্রান্ত
কিশোরগঞ্জে গাইনী চিকিৎসক আক্রান্ত

ফাইল ছবি
কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে একজনের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ও গাইনী চিকিৎসক।
শুক্রবার পাঠানো ২২৮ জনের নমুনার মধ্যে আজ ২৭ এপ্রিল ১১৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এতে এই চিকিৎসকের করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ ধরা পড়েছে। আগের দিন শনিবার পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।
নতুন করে আরো একজন শনাক্ত হওয়ায় এই ভাইরাসে কিশোরগঞ্জ সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৫ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত মোট ১৫ জনের মধ্যে একজন মারা গেছেন।
বাকি ১৪ জনের মধ্যে একজন বেসরকারি চিকিৎসকসহ মোট ৬ জন চিকিৎসক ও একজন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন।
মন্তব্য করুন