হবিগঞ্জের বাহুবলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। সোমবার দুপুরে পুলিশ স্বামী সেলিম মিয়াকে বাহুবল উপজেলার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে। রোববার রাতে স্ত্রী শিল্পী আক্তারকে পিটিয়ে হত্যার পর সেলিম ঘরে লাশ রেখে পালিয়ে গিয়েছিল।

হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার গ্রামের ছিদ্দিক আলীর ছেলে সেলিম মিয়ার সঙ্গে চুনারুঘাট উপজেলার হাকাজুরা গ্রামের আব্দুস সালারে মেয়ে শিল্পী আক্তারের বিয়ে হয়েছিল।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, গ্রেফতার সেলিম মিয়া তার স্ত্রী শিল্পী আক্তারকে নিয়ে উপজেলার ভাদেশ্বরে আব্দুর রাজ্জাকের লেবু বাগানে বসবাস করে বাগান দেখাশোনা করত। রোববার রাতে সেলিম পারিবারিক কলহের জের ধরে শিল্পীকে পিঠিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সোমবার ভোরে নিহতের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

ওসি কামরুজ্জামান জানান, নিহত শিল্পীর পিঠে, হাতে ও কপালে অসংখ্য দাগ রয়েছে।