ঝিনাইদহে একজন স্বাস্থ্য পরিদর্শকসহ নতুন করে আরও চার জন করোনাআক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় একজন, শৈলকূপা উপজেলায় দুইজন এবং হরিনাকুন্ডু উপজেলায় একজন রয়েছেন।

সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা ৪০টি নমুনার ফলাফলের মধ্যে এই চার জনের ফল পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাটে-বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। গাদা-গাদি করে মানুষ কেনা-বেচা করছেন। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর দায়িত্বরত টহল কমান্ডার ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার জানান, আমরা সাধ্যমত চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রাখার। তবে মানুষ অযথা ঘর থেকে বের হচ্ছেন। এই প্রবণতা দূর করে সবাইকে আরও সচেতন হতে হবে।