- সারাদেশ
- চট্টগ্রামে ছোটভাইয়ের ‘ধাক্কায়’ বড়ভাই নিহত
চট্টগ্রামে ছোটভাইয়ের ‘ধাক্কায়’ বড়ভাই নিহত

ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর পানওয়ালাপাড়ায় পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার সময় ছোট ভাইয়ের ‘ধাক্কায়’ বড় ভাই আজগর আলী 'হৃদরোগে' আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে নিহতের পরিবারের দাবি, ইট দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।
সোমবার বিকেল তিনটার দিকে পানওয়ালাপাড়ার বালতি কোম্পানী মোড়ে এ ঘটনা ঘটেছে। উভয়ই স্থানীয় মফজল আহমদ সওদাগরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, বিকেলে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে ঝগড়া শুরু হলে ছোট ভাই আক্কাস আলী তার বড় ভাই আজগর আলীকে ধাক্কা দেন। তিনি পড়ে গিয়ে মারা যান। তবে নিহতের মেয়ে দাবি করেছেন- ইট দিয়ে আঘাত করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। ঘটনার পর থেকে অভিযুক্ত আক্কাস আলী পলাতক রয়েছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন