চাঁদপুরের ফরিদগঞ্জে আইসোলেশন থেকে পালিয়েও রক্ষা পায়নি করোনাভাইরাস পজেটিভ একজন রোগী (৩৫)। সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তির মোবাইল ট্রাকিং করে ফরিদগঞ্জ পৌরসভার চর হোগলা এলাকার একটি বাগান থেকে তাকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

এর আগে করোনা পজিটিভ নিয়ে রোববার ঢাকা থেকে বাড়িতে আসে সে। এলাকার মানুষ তাকে বাড়িতে থাকতে না দেওয়ায় সে চাঁদপুর সদর হাসপাতালে আসে। এ সময় সে চিকিৎসকদের ঢাকা মেডিকেলের একটি রিপোর্টও দেখায় যাতে করোনা পজেটিভ লেখা।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল রিপোর্ট দেখে তাকে আইসোলেশনে ভর্তি করেন। সেখান থেকেই সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে পালিয়ে যায় ওই রোগী। পরে সোমবার সন্ধ্যায় তাকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

ফরিদগঞ্জ ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব বলেন, ‘আমরা ইফতারের একটু আগে সংবাদ পাই হাসপাতাল থেকে ওই রোগী পালিয়েছেন। তাৎক্ষণিক অভিযানে নেমে পড়ি এবং মোবাইল ট্রাকিং এর মাধ্যমে গ্রামের একটি বাগান থেকে তাকে আটক করে আবার সদর হাসপাতালে পাঠিয়েছি।’

ওসি জানান, করোনা পজেটিভ ওই রোগী কোন বাড়িতে আশ্রয় না পেয়ে বাগানে লুকিয়ে ছিলেন।