রংপুরে ৭ জনসহ বিভাগে নতুন করে ১৯ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সোমবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে গাইবান্ধা পলাশবাড়ির একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাধ্যমে দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে রংপুর জেলায় ২৮ জন ও রংপুর বিভাগে ১০৩ জনের করোনা শনাক্ত হলো।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী বলেন, প্রতিদিন বিভাগের ৮ জেলা থেকে সন্দেহভাজনদের নমুনা আসছে।  সোমবার দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়।