দেশে করোনাভাইরাসের প্রভাবে ধান কাটায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই সংকটকালে নেত্রকোনা ও নরসিংদীর পলাশে কৃষকের ধান কেটে দিয়েছেন দুই সংসদ সদস্য। 

সোমবার নেত্রকোনার আটপাড়ায় গনেশের হাওরে উপজেলার চাইরগাতীয় গ্রামের কৃষক আবদুল হেলিমের ধান কেটে দিলেন স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল ও দলীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, ইউএনও মাহফুজা সুলতানা, কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ প্রমূখ।

ধান কাটা শেষে আটপাড়া বঙ্গবন্ধু চত্বরে সকল স্তরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে সাংসদ অসীম কুমার উকিল বলেন, দুর্যোগকালে কৃষকের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করতে হবে।

এদিকে শতাধিক নেতাকর্মী নিয়ে কৃষকের ধান কেটে দিয়েছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। সোমবার দুপুরে পলাশের গজারিয়া ইছাখালী গ্রামের পারুলিয়া মোড় এলাকায় কৃষক সিরাজুল ইসলামের ২ বিঘা জমির ধান কেটে দেন তিনি। পরে নেতাকর্মীরা ওই ধান কৃষকের বাড়িতে পৌছে দেন। সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপের নেতৃত্বে শতাধিক আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এ কাজে অংশ নেন।

এ সময় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। আসুন আমরা সবাই কৃষকের পাশে দাড়াই।

এদিকে এমপির নির্দেশে সোমবার থেকে পলাশের বিভিন্ন ইউনিয়নেও আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন।