ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯৩

ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯৩

প্রতীকী ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ০৯:৪৩ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ০৯:৪৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৩ জন। 

রোববার সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন দুইশ’ ৯৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাতশ’ ৯১ জন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৭১ জন। ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৪ হাজার চারশ ৩৮ জন। এর মধ্যে ১৩ হাজার পাঁচশ ৭৬ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৯১ জন।

whatsapp follow image

আরও পড়ুন

×