ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চলন্ত বাসে আগুন, আহত ১০

চলন্ত বাসে আগুন, আহত ১০

পুড়ছে বাস। ছবি: সমকাল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১২:৪৩ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৪:৪৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আকস্মিকভাবে আগুনে পুড়েছে সোহাগ পরিবহনের এক যাত্রীবাহী বাস। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় অর্ধশত যাত্রী। তবে হুড়োহুড়ি করে নামার সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনার শিকার হয় বাসটি। 

বাসযাত্রীরা জানিয়েছেন, সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা- মেট্রো-ব-১৫-৯২৫৮) দুপুর ১২টার দিকে ঢাকার কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে যায়। কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ ভেতরে আগুন দেখে চিৎকার শুরু করেন তারা। এ সময় চালক বাসটি রাস্তার পাশে থামান। এর পরপরই পুরো বাসে আগুন লেগে যায়। 

আতঙ্কিত যাত্রীরা জানালা ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নেমে আসেন। এ সময় অন্তত ১০ জন আহত হন। পাশের এস এফ টেক্সইল মিলের অগ্নিনির্বাপক দলের সদস্যরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসের বেশিরভাগই পুড়ে যায়। 

এস এফ টেক্সটাইলের কর্মকর্তা ফয়সাল ভূঁইয়া বলেন, রাস্তার পাশেই তাদের কারখানা। সেখানে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে নিজস্ব অগ্নিনির্বাপক দলকে সেখানে পাঠান। তাদের সহায়তায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন বাসযাত্রী আহত হন। স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যান।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে চেষ্টা চলছে।

whatsapp follow image

আরও পড়ুন

×