খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে: লিয়াকত সিকদার

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লিয়াকত সিকদার। ছবি: সমকাল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৫:৫১ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৫:৫১
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত সিকদার বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।
রোববার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খেলায় বোয়ালমারী সহস্রাইল বেনজির ফুটবল একাদশ আলফাডাঙ্গা টিটা ফুটবল একাদশকে এক গোলে পরাজিত করে।
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী লিয়াকত সিকদার বলেন, বাংলাদেশ এতো উন্নয়ন হয়েছে, সব কিছুই এ তরুণ প্রজন্মের জন্যই। খেলাধুলা মানসিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ ডালিম ও মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তন্ময় উদ্দৌলা প্রমুখ।