অবরুদ্ধ তিনটি পরিবার ২৭ দিন পর মুক্ত

ফাইল ছবি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৬:১৪ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৬:১৪
সিরাজগঞ্জের তাড়াশে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বেড়া দিয়ে ২৭ দিন অবরুদ্ধ করে রাখা হয়েছিল তিন পরিবারের ১১ সদস্যকে। অবশেষে মুক্ত হয়েছেন তারা। রোববার দুপুরে বেড়া অপসারণ করে তাদের চলাচলের ব্যবস্থা করা হয়।
এ সময় বারুহাস ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ময়নুল হক, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য সীমা খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, থানার উপপুলিশ পরিদর্শক ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৫ অক্টোবর সমকালে ‘জমি কেনার অপরাধে অবরুদ্ধ তিন পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর বিষয়টি ইউএনও মো. সোহেল রানার নজরে আসে। তিনি সমাধানের জন্য চেয়ারম্যান মো. ময়নুল হককে দায়িত্ব দেন। দায়িত্ব পেয়ে তিনি দু’পক্ষকে নোটিশ দিয়ে রোববার গ্রাম আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
তবে অবরুদ্ধকারী প্রভাবশালী গোলাম মোস্তফা উপস্থিত হননি। ইউপি চেয়ারম্যান স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোস্তফার ভাই-ভাতিজাদের পরামর্শে বেড়া অপসারণ করে দেন। পাশাপাশি আগামী বৃহস্পতিবার জায়গা নিয়ে মীমাংসার দিন ধার্য করেন।
মুক্ত হওয়া পরিবারের সদস্য জাহিদ হাসান বলেন, ২৭ দিন বাড়ি থেকে বের হতে পারেননি তারা। ছেলেমেয়ে স্কুলে যেতে পারেনি। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে না পেরে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়ে ভালো লাগছে তাদের।
উল্লেখ্য, সড়াবাড়ী গ্রামের আবদুস সালাম তাঁর বাড়িসংলগ্ন সাড়ে ১০ শতাংশ জমি প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের কাছে বিক্রি করেন। আবদুস সালামের ভাই মো. মোস্তফার কাছে বিক্রি না করায় তিনি ক্ষিপ্ত হন। পরে ১১ সেপ্টেম্বর ক্রেতা জাহাঙ্গীরকে শায়েস্তা করতে তাঁকেসহ নিকটাত্মীয় তিনটি পরিবারের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেন।
বারুহাস ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, অবরুদ্ধ করা পরিবারকে মুক্ত করা হয়েছে। প্রতিবেশী কয়েকটি পরিবারের মধ্যে কিছু ঝামেলা আছে। তা বৃহস্পতিবার সমাধান করা হবে।