বানার সেতু সংযোগ সড়কে বর্ষণে ধস

কাপাসিয়ার টোক এলাকায় বানার নদের সেতুর মুখে ধসে পড়েছে সড়কের মাটি -সমকাল
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ০৬:২২
কয়েকদিনের তীব্র বর্ষণে গাজীপুরের কাপাসিয়া ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলাকে সংযোগকারী বানার সেতুর সংযোগ সড়কে ধস দেখা দিয়েছে। বেশ কয়েকটি স্থানে সড়কে মাটি সরে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি। পাঁচ বছর আগে সেতুটি উদ্বোধন করা হয়। এলাকাবাসীর অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণের সময় অনিয়ম করে ঠিকাদার। ফলে ঝুঁকিতে পড়েছে গুরুত্বপূর্ণ এ সেতুটি।
সেতুটি পড়েছে কাপাসিয়ার টোক ইউনিয়ন ও গফরগাঁওয়ের পাগলা এলাকার মাঝামাঝি। বৃষ্টিতে সড়কের বালু পড়ছে পাশের জমিতে। এতে ফসলের ক্ষতি হয়েছে বলে জানান টোকনগর গ্রামের কৃষক সবুর হোসেন।
এলাকাবাসীর অভিযোগ, সংযোগ সড়কের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। নিচু ফসলি জমি ভরাটের সময় মাটি ব্যবহার না করে শুধু বালু দেওয়া হয়েছে। পিলার বসানোর কাজও হয়েছে দায়সারা। আগেও বেশ কয়েকবার সড়কটিতে ধস দেখা দেয়। তখন মেরামত করা হয়েছিল। তবে বৃষ্টির পানি বেশি জমা হলেই স্রোতে ধস নামে।
পথচারী সাইফুল্লাহ লাবিব বলেন, ‘এই ব্রিজ হয়েছে খুব বেশি দিন হয়নি। কাজে গাফিলতি করছেন ঠিকাদার। কর্মকর্তাদেরও নজরদারি ছিল না। ফলে অল্প বৃষ্টি হলেই পানির তোড়ে সড়ক ভেঙে যায়।’ এভাবে ভাঙতে থাকলে ভবিষ্যতে মূল সেতু ক্ষতিগ্রস্ত হবে। দুই জেলার সংযোগকারী সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। সেতুর ক্ষতি হলে তাদের ভোগান্তিতে পড়তে হবে বলেও মনে করেন সাইফুল্লাহ।
সেতু উত্তরের গফরগাঁও অংশে টোল আদায় করেন মো. শুভ। তিনি বলেন, সড়কের ধসের বিষয়টি ইজারাদারকে জানিয়েছেন। তারা এ বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
কাপাসিয়া উপজেলা প্রকৌশলী মো. মাইন উদ্দিন জানান, বানার সেতুর মুখে ধসে যাওয়া সড়ক পরিদর্শনে কর্মকর্তাদের পাঠিয়েছেন। শিগগির মেরামতের কাজ শুরু হবে।
কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খানও ধসে যাওয়া সড়কটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। ময়মনসিংহ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রাশেদুল আলম ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের প্রতিশ্রুতি দেন।
- বিষয় :
- কাপাসিয়া
- তীব্র বর্ষণ
- সড়কে ধস