শিশু হত্যার বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন

মানিকগঞ্জের গঙ্গাধরপট্টিতে রোববার সকালে মানববন্ধনে রনজয়ের সহপাঠীরা -সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ০৬:১৪
সাত বছর বয়সী রণজয় মণ্ডল রশুকে বিষ পান করিয়ে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার সকালে শহরের গঙ্গাধরপট্টি শাহীন স্কুলের সামনে পালিত হয় এ কর্মসূচি। এ বিদ্যালয়েই পড়ত রশু। তার শিক্ষক ও সহপাঠীরা মানববন্ধনে অংশ নেন।
সেখানে দেওয়া বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাশমত আলী হাছান বলেন, সহপাঠী হত্যার বিচার চেয়ে শিশুরা মানববন্ধনে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে রশুর মা মিতা সরকারের কঠোর শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
রশুর বাবা ডা. রঞ্জন কুমার মণ্ডল বলেন, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলেও ছেলের তো দোষ ছিল না। তাকে কেন হত্যা করা হলো? তিনিও সাবেক স্ত্রী মিতাসহ হত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
রঞ্জনের বাবা ডা. রঞ্জিত কুমার মণ্ডলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁর নাতিকে হত্যা করা হয়েছে। মামলা হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি কাউকে জিজ্ঞাসাবাদও করা হয়নি।
মানিকগঞ্জের গঙ্গাধরপট্টি এলাকার খান মজলিশ টাওয়ারের ষষ্ঠতলায় ছেলেকে নিয়ে থাকতেন চিকিৎসক মিতা সরকার। তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রমা জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক। বছরখানেক আগে স্বামী ডা. রঞ্জন মণ্ডলের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। ৩০ সেপ্টেম্বর সকালে রশুকে নিয়ে বিষ পান করেন তিনি। শিশুটি মারা গেলেও মিতা হাসপাতালে চিকিৎসাধীন।
ছেলে হত্যার অভিযোগ এনে ১ অক্টোবর মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন ডা. রঞ্জন কুমার মণ্ডল। এতে মিতা সরকারসহ পাঁচজনকে আসামি করা হয়। এ বিষয়ে সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, প্রধান আসামি মিতা পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে।
- বিষয় :
- মানববন্ধন
- শিশু হত্যার বিচার দাবি