লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র মো. রায়হান হোসেন (২২) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পোস্ট অফিস সংলগ্ন গাজীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উপজেলার চরপাতা এলাকার নুরনবী কন্ট্রাক্টরের ছেলে ও স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান চরপাতা এলাকা থেকে মোটরসাইকেলযোগে রায়পুর শহরে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা  পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রায়হান মারা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তবে পিকআপ ভ্যানটি আটক করতে পারেনি পুলিশ।

রায়পুর থানার ওসি (তদন্ত) শিপন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল আরোহী রায়হান ঘটনাস্থলেই মারা যায়। পিকআপ ভ্যান চালককে ধরার চেষ্টা করা হচ্ছে।