- সারাদেশ
- ঝড়ে মেঘনায় নৌকা ডুবে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু
ঝড়ে মেঘনায় নৌকা ডুবে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি
কালবৈশাখী ঝড়ে বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে নৌকা ডুবে দুইজন নিহত হয়েছেন।
তারা হলেন- রব বেপারী (৫৫) ও দশম শ্রেণীর ছাত্র রাজীব (১৬)। উভয়ে হিজলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেমানিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন সমকালকে বলেন, ডুবে যাওয়া ইঞ্জিন চালিত নৌকায় মোট ১০ জন যাত্রী ছিলেন। তারা সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চরকিল্লা থেকে খলিসারচড়ে যাচ্ছিলেন ক্ষেতের সয়াবিন তোলার জন্য। মেঘনার মাঝ বরাবর পৌছলে প্রবল বেগে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে নৌকাটি উল্টে যায়। ৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ থাকে। প্রায় ৩ ঘণ্টা পর তাদের লাশ পাওয়া যায়।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, বুধবার সকালে বরিশালের ওপর দিয়ে প্রায় ১০ মিনিট কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৬৪ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।
মন্তব্য করুন