- সারাদেশ
- কমলনগরে নারীর শরীরে করোনা শনাক্ত
কমলনগরে নারীর শরীরে করোনা শনাক্ত

লক্ষ্মীপুরের কমলনগরে এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি এ্যান্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। এ নিয়ে কমলনগরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। তাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের এ কথা জানিয়েছেন।
তিনি জানান, উপজেলার চর ফলকন ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকার ২০ বছর বয়সী ওই নারী জ্বর ও সর্দি-কাঁশিতে আক্রান্ত হয়ে পাঁচ দিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। এ সময় করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে সিভিএএসইউ জানায় তার করোনা পজেটিভ এসেছে।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আক্রান্ত ওই নারীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশন ইউনিটে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন