- সারাদেশ
- লক ডাউনে মানুষের পাশে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান
লক ডাউনে মানুষের পাশে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান

মানবতার ফেরিওয়ালা লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু
লক্ষ্মীপুরের রামগতি ও রামগঞ্জ উপজেলায় শনাক্ত হয়েছে করোনায় আক্রান্ত। লকডাউন করা হয়েছে জেলা। এমন পরিস্থিতিতে নিন্মআয়ের লোকজনের চরম দুর্দিন যাচ্ছে। কষ্টে আছেন মধ্যবিত্তরাও। তাদের পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু। চালু করেছেন 'ডাক্তার যাবে বাড়ি' নামে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রম।
এ ছাড়া এলাকায় মাইকিং করে মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং স্যানিটাইজার বিতরণ করছেন তিনি। সুরক্ষা পোশাকসহ ভিন্ন উপকরণ দিয়ে চিকিৎসকদের সহায়তা করছেন। তিনি দোকানের সামনে সামাজিক দূরত্বের বৃত্ত অঙ্কন ও গভীর রাতে রাস্তায় জীবানুনাশক স্প্রে করেন। এছাড়া তিনি সদর উপজেলার সবকয়টি ইউনিয়নে বিতরণ করেন ১০ হাজার ব্যাগের বেশি খাদ্যসামগ্রী। বাড়ি বাড়ি গিয়ে নিন্ম ও মধ্যবিত্ত মানুষের মধ্যে বিভিন্ন রকমের সবজিও বিতরণ করেন।
চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজস্ব তহবিল থেকে এসব সাহায্য সহযোগীতা করে যাচ্ছি। এসব কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।'
ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাসেল বলেন, টিপু ভাই মধ্যবিত্তের জন্য হেল্প লাইন চালু করেছেন। এর মাধ্যমে ইতোমধ্যে কয়েক হাজার ব্যাগ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তার উদ্যোগে ৫০ শতাংশ ছাড়ে নিত্যপণ্যের দোকান চালু হয়েছে।
মন্তব্য করুন