সিলেটে সস্ত্রীক চিকিৎসকসহ নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত  হয়েছেন। বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে সিলেট জেলার দুইজন এবং হবিগঞ্জের একজন রয়েছেন।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে বুধবার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের দুইজন সিলেটের এবং অপরজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।

সিলেট জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও উনার স্ত্রী। সম্প্রতি তারা আমেরিকা থেকে দেশে ফিরেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সিলেট জেলায় ইতিপূর্বে ২৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

সর্বশেষ তিনজনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জন। এদের মধ্যে চারজন মারা গেছেন এবং ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।