নোয়াখালীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হলো। 

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের বেচার দোকান এলাকার ভাড়াটিয়া ও ভ্রাম্যমাণ ব্যবসায়ী তারেক হোসেন (৩০) গত ৮-১০ দিন থেকে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। বুধবার দুপুরে তিনি বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। তাকে চিকিৎসা সেবা দিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি তার ভাড়া বাসায় মারা যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম মৃত ব্যক্তির বাসায় গিয়ে তার স্ত্রী, ছেলেমেয়েসহ ৫ জনের নমুনা সংগ্রহ করেছে। বৃহস্পতিবার সকালে তাদের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হবে। ওই পরিবারের পাঁচ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, মৃত ব্যবসায়ীর বাড়ি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পতিশ গ্রামের। মৃত ব্যক্তির স্বজন ও পরিবারের লোকজনের ইচ্ছায় তার মরদেহ পতিশ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য রাত ৯টার দিকে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। 

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তি যে বাড়িতে ভাড়া থাকতেন সে বাড়িটি ও পাশের একটি ভবন বুধবার রাত ৯টার দিকে লকডাউন করে দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের মাধ্যমে সরকারি নির্দেশনা অনুসরণ করে মৃত ব্যক্তির মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। 

এর আগে গত ৫ মে বেলা সাড়ে ১১টার দিকে মারা গেছেন চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমাম হোসেন (৬০), একইদিন দুপুর ১২টার দিকে মারা গেছেন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে চিলাদি গ্রামের সোহেলরানা জুয়েল (২৫), ৪মে দুপুরে মারা গেছেন সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে রেশমা আক্তার (৪০) নামের এক গৃহবধূ। 

৩ মে রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ (৩২) নামের চৌমুহনীর এক বাসিন্দা ও সকালে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে নানার বাড়িতে মারা গেছেন মাদ্রাসছাত্রী সামিয়া আক্তার (১৩)। তার বাড়ি জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলি গ্রামে। 

গত ৩০ এপ্রিল সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নোয়াখালীর সদর উপজেলার করমুল্যা এলাকার বাসিন্দা রোকসানা আক্তার (১৭)।