- সারাদেশ
- সীতাকুণ্ডে উপসর্গ ছাড়াই ৩ জন করোনায় আক্রান্ত
সীতাকুণ্ডে উপসর্গ ছাড়াই ৩ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপসর্গ ছাড়াই তিনজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ।
আক্রান্তরা হলেন-ব্র্যাকের সীতাকুণ্ড শাখার এক কর্মকর্তা। তার বয়স (৪৬)। অপর দুইজন হলেন কুমিরাস্থ পিইচপির ফ্যাক্টরির এক ফোরম্যান ও ছলিমপুরের ডাকওয়ালার বাড়ির বাসিন্দা স্থানীয় ফরিকহাট বাজারের ফল ব্যবসায়ী। তাদের দুইজনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।
আক্রান্তদের বসবাসের এলাকার ৪০ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। এছাড়া পিএইচপি কারখানাকে লকডাউন করার জন্য বলেছে উপজেলা প্রশাসন।
এ নিয়ে সীতাকুণ্ডে মোট আক্রান্ত ৭ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন। তাদের মধ্যে একজন ব্যাংকের গার্ড অপরজন স্ক্র্যাপ জাহাজের লোহার পাইপ ব্যবসায়ী।
জানা গেছে, আক্রান্তদের করোনাভাইরাসে আক্রান্তের কোন লক্ষণ ছিলো না। তারা নিজ উদ্যোগে নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসেন। বুধবার রাতে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে করোনা রোগী শনাক্তের রিপোর্ট তাদের পজিটিভ আসে।
আক্রান্ত ব্যক্তিদের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদ।
মন্তব্য করুন