- সারাদেশ
- গরু ধান খাওয়ায় হামলায় যুবক নিহত
গরু ধান খাওয়ায় হামলায় যুবক নিহত

সিলেটের ওসমানীনগরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শিপন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিপন উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামের আশিক মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইউনিয়ন মেম্বার ধন মিয়া ও আশিক মিয়ার মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার আশিক মিয়ার গরু ধন মিয়ার জমির ধান খেয়ে ফেললে দুই পক্ষের ঝগড়া শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইফতারের সময় প্রতিপক্ষের হামলায় আশিক মিয়ার ছেলে শিপন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন