সিলেটের বিয়ানীবাজারে প্রতিবেশীর চাল থেকে বৃষ্টির পানি পড়া নিয়ে বিরোধে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। 

বুধবার সন্ধ্যায় উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত আব্দুর রফকে (৬৫) সিলেট ওসমানি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

জানা যায়, নিহত আব্দুর রফের ঘরের বেড়াতে প্রতিবেশী কয়েছ আহমদ ও নাজিম উদ্দীন গংদের চাল থেকে বৃষ্টির পানি পড়তো। এ নিয়ে দীর্ঘদিন থেকে রফ আপত্তি দিলেও কয়েছ গংরা বিষযটি আমলে নেননি। বুধবার বিকেলে পুনরায় আপত্তি জানালে কয়েছদের সঙ্গে রফের বাকবিতণ্ডা ও হাতহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের হামলায় রুফ অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে পাঠান। সিলেট যাওয়ার পথে তিনি মারা যান।

সংঘর্ষে উভয়পক্ষের ১০/১২ জন আহত হয়েছেন। আহতরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটে চিকিৎসাধীন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।