লক্ষ্মীপুরের রামগঞ্জে সুস্থ হওয়ার পর দ্বিতীয়বারের মতো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার রামগঞ্জ ও রায়পুরে নতুন করে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ২৬ দিনে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।
বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা.আব্দুল গফফার তথ্যটি নিশ্চিত করেছেন । তিনি জানান, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষায় নতুন দুইজনের করোনা শনাক্ত হয়েছে।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মর্তা ডা. গুনুময় পোদ্দার জানান, নতুন আক্রান্তদের মধ্যে রামগঞ্জেরেএক চিকিৎসক সহকারী রয়েছেন। এ ছাড়া এ জেলায় দ্বিতীয় বারের মতো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান,এ পর্যন্ত এ জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কমলনগরের তিনজনসহ মোট ৫ জন, আইসোলেশনে রয়েছেন ৪জন । এছাড়া জেলায় কোয়ারেন্টাইনে আছেন এক হাজার ৬১৯ জন।