নড়াইলের কালিয়ায় নদীর চর দখলকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আলী খান (৪০) নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার বিকেলে উপজেলার চরবল্লাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নড়াইলের কালিয়া উপজেলার পূর্ব-দক্ষিণ সীমান্তে প্রবাহিত সদ্য খনন করা আটারো বাকি নদীর ভরাট হওয়া চর স্থানীয় প্রভাবশালীরা যে যার মত দখল নিতে শুরু করেছে। চরের দখল নিয়ে চরবল্লাহাটি গ্রামের মৃত মসলেম ঠাকুরের ছেলে আজিজুল ঠাকুরের সঙ্গে একই গ্রামের ওসমান খার ছেলে আলী খার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বুধবার বিকেলে আজিজুল তার সমর্থক নিয়ে চরের দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। 

গুরুতর আহত আলী খানসহ কয়েকজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আলী খান মারা যান। 

উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, আলী খান নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।