গোপালগঞ্জে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ১২ দিনে এ জেলায় দু’ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জন। তাদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ পর্যন্ত মুকসুদপুরে এক চিকিৎসক ও ১৬ পুলিশ সদস্যসহ ১৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় নয়জন, কাশিয়ানীতে পাঁচজন, গোপালগঞ্জ সদরে আটজন ও কোটালীপাড়া উপজেলায় এক নার্সসহ দুইজন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ১২ দিনে গোপালগঞ্জে নতুন করে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৪ জনে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আক্রান্তদের একজন ঢাকায়, একজন বাড়িতে ও একজন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদের শারীরিক অবস্থাও বেশ ভাল বলে সিভিল সার্জন জানান।

এ জেলায় এ পর্যন্ত ১১শ’৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, করোনা সংক্রমণ রোধে গোপালগঞ্জ জেলা ১৪ এপ্রিল রাত ১০ টা থেকে লকডাউন করা হয়। এছাড়া সমাজিক দূরত্ব নিশ্চিত করতে উম্মুক্তস্থানে বাজার সরিয়ে নেওয়া হয়। জেলা, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ যৌথবাহিনী কাজ করে যাচ্ছে। এ কারণে করোনা থেকে কিছুটা সুফল পাওয়া গেছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।