করোনাভাইরাসের উপসর্গ থাকায় ঘরে ঢুকতে দেয়নি স্ত্রী-সন্তান। তাই আশ্রয় নেন বোনের বাড়িতে। সেখানেই মৃত্যু হয় ঢাকার মিরপুর থেকে কুমিল্লার দাউদকান্দিতে যাওয়া এক পোশাক শ্রমিকের।

বুধবার বিকেলে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউপির মুদাফর্দি গ্রামের নজরুল নামের ওই শ্রমিককে দাফন করা হয়। তার মৃত্যু হয় একই উপজেলার বোনের বাড়ি বারপাড়া ইউপির বারইকান্দি গ্রামে। 

ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন নজরুল। তিনদিন আগে করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে আসেন। করোনা উপসর্গ থাকায় স্ত্রী ও সন্তানরা বাড়িতে জায়গা না দিয়ে ঢাকায় চলে যেতে বলে। নজরুল নিরুপায় হয়ে বোনের বাড়ি বারপাড়া ইউপির বারইকান্দি গ্রামে লুকিয়ে আশ্রয় নেন। ৬ মে স্বাস্থ্যের অবনতি হলে বিষয়টি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হয়। চিকিৎকরা সেখানে পৌঁছানোর আগেই ওই তিনি মারা যান। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুল আলম সুমন বলেন, তার স্বাস্থ্যের অবনতি হলে রেপিড রেসপন্স টিম পাঠাই। এরমধ্যেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।