কিশোরগঞ্জের হোসেনপুরে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল হাই নামে এক প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক ছিলেন। এলাকার শ্রদ্ধাভাজন এই শিক্ষক সবার কাছে আব্দুল হাই স্যার হিসেবে পরিচিত ছিলেন। গত ১৭ এপ্রিল ওই শিক্ষকের করোনা শনাক্ত হয়।
হোসেনপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ও  সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ওই শিক্ষকের মরদেহ সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছে। এর আগে হোসেনপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ময়মমসিংহে রক্তের ডায়ালাইসিস করাতে গিয়ে আব্দুল হাই স্যার করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছিলেন।
শিক্ষক আব্দুল হাই হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা গ্রামের বাসিন্দা ছিলেন।  তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন, অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোসেনপুরে দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান করোনায় মারা যায়।