রাজশাহীর বাঘায় গলায় ফাঁস দিয়ে জুয়েল আহম্মেদ (৩০) নামের এক স্কুলশিক্ষক আত্মহত্যা করেছেন।

বুধবার রাত ৩টার দিকে নিজ বাড়ির পাশের আম গাছের ডালের সঙ্গে গলায়  রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। 

তিনি উপজেলার জোতরাঘব এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে ও পটুয়াখালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় দেড়বছর আগে তিনি বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই স্ত্রী’র সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হতো। এক পর্যায়ে তাদের দাম্পত্য বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এছাড়া তার চাকরি বেতনভুক্ত না হওয়ার কারণেও তিনি মানসিক কষ্টে ভুগছিলেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরূল ইসলাম বলেন, পারিবারিকভাবে কারও কোন অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।