- সারাদেশ
- উপসর্গ ছাড়াই ধনবাড়ীতে তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত
উপসর্গ ছাড়াই ধনবাড়ীতে তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপসর্গ ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা.শাহানাজ সুলতানা তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। এদের মধ্যে দুই জন নারী ও একজন পুরুষ।
জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা জানান, পরীক্ষার আগে আক্রান্তদের কোন উপসর্গ ছিল না। গত দুই দিনে স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার দুই দিনের নমুনার ফলাফল একসঙ্গে আসে। এতে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সের তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা আরও জানান, এ উপজেলায় প্রথমবারের মতো তিনজনের করোনা শনাক্ত হলো। এর আগে কারো করোনা পজেটিভ পাওয়া যায় নি।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেন, আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
মন্তব্য করুন