- সারাদেশ
- সেনবাগে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
সেনবাগে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে কবির আহম্মদ (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদার কাদরা ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামে তার বাড়িটি লাকডাউন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, মৃত ব্যক্তির করোনা উপসর্গ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তার মা, স্ত্রী ও মেয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, মৃত ব্যক্তির বাড়ির সাত পরিবারের ২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা নমুনা রিপোর্ট আসলে তা জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কবির আহম্মদ চট্টগ্রামে একটা জুতার কারখানায় কাজ করতেন। দেড় মাস আগে তিনি বাড়িতে আসেন। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বুধবার বিকেলে তার পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে ফেনীর একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথে সন্ধ্যা ৭টা দিকে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন