হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার নোয়াগাও গ্রামে দুই ঘন্টাব্যাপি দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের হবিগঞ্জ, সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম জানান, সকালে নোয়াগাও গ্রামে আক্তার মিয়া ও ইউপি সদস্য শাহজাহান মিয়ার মধ্যে আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে পুলিশ ৮০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি জানান, ফের সংঘর্ষ এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।