সোনাগাজীতে সরকারি ত্রাণ পেয়েও ফেসবুকে অপপ্রচার চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এছাড়া ত্রাণ পেয়েও অপপ্রচার চালানোয় থানায় অভিযোগ দায়ের করেছেন বগাদানা ইউনয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকন। বুধবার রাতে তিনি নয় জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। 

যাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে তারা হলেন-বগাদানা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম শিফন,আব্দুল হাই, এবাদুল হক, ফজলুল করিম, মো: সফি, জসিম উদ্দিন, মকবুল আহমদ, জোৎস্না বেগম। তারা সবাই পাইকপাড়া গ্রামের একই পাড়ার দুই বাড়ির বাসিন্দা। সাক্ষী হিসেবে বগাদানা ইউনিয়নের সকল ইউপি সদস্যকে সাক্ষী করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ মে সোনাগাজীতে ত্রাণের দাবিতে বিক্ষোভ করছে পাইকপাড়া গ্রামের কিছু মানুষ এমন একটি ভিডিও কয়েকটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর খোঁজ নিয়ে দেখা যায় যারা ত্রাণ পায়নি বলে সরকার, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সমালোচনা করছে তাদের মধ্যে একজন ছাড়া অন্যরা ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার বরাদ্দ পেয়েছেন। তারা মিথ্যা তথ্য দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। 

এ দিকে ত্রাণের দাবিতে বিক্ষোভের ভিডিও গত সোমবার ফেসবুকে পোস্ট হওয়ার পর পরদিন এই প্রতিবেদক সরেজমিনে ওই গ্রামে যান। প্রতিবেদকের সঙ্গে কথা হয় বিক্ষোভে অংশ নেওয়া কেরানি বাড়ি ও খাতুন বাড়ির লোকজনের। বিক্ষোভে অংশ নেওয়া এবাদুল হক, ফজলুর করিম, সফি উল্য, আব্দুই হাই ও জোৎস্না বেগম জানান, তাদের চেয়ারম্যান খোকন একবার ত্রাণ দেন। স্থানীয় কয়েকজন ও সোনাগাজী থেকে যাওয়া দুই ব্যক্তি তাদের শিখিয়ে দিয়েছেন ত্রাণ না পাওয়ার বিষয়ে বলতে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধারণ ডায়েরি ও ইউপি চেয়ারম্যান অভিযোগ দায়ের করেছেন। ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা আইনে সরকারি কর্মচারী ছাড়া অন্য কারো মামলা করার সুযোগ নেই। ইউএনওর জিডিতে কারো নাম উল্লেখ করা হয়নি। বিষয় দুটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফেসবুকে অপপ্রচার চালানোর জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব বলেন, ত্রাণ পেয়েও কিছু ব্যক্তি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে ফেসবুকে অপপ্রচার চালিয়েছে। তাদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে, প্রয়োজন হলে নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলাও করা হবে।