- সারাদেশ
- ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মিঠাপুকুরে গণ্ডগোল
ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মিঠাপুকুরে গণ্ডগোল

রংপুরের মিঠাপুকুরে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র প্রতিপক্ষের লোকজন এক কৃষকের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।
বুধবার বিকেলের এ হামলায় ৭ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দিয়েছেন ওই কৃষক।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের নিঝাল গ্রামের বাসিন্দা কৃষক মোফাজ্জল হোসেনের একটি ছাগল বুধবার বিকেলে পাশের জমিতে ঘাস খাচ্ছিল।এ নিয়ে জমির মালিক জারুল্লাবাজ গ্রামের মুনছুর আলীর সাথে তার বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে মুনছুর আলীর লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কৃষক মোফাজ্জল হোসেনের বসতবাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালান। এসময় বাধা দেওয়ায় বাড়ির লোকজনকে বেধধরক মারধর করেনহামলাকারীরা।
হামলায় ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কৃষক মোফাজ্জল হোসেন (৭০), স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), ছেলে টিটুল মিয়া (৪০), বাদল মিয়া (৩০), ভগ্নি মর্জিনা বেগমকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার সময় প্রতিপক্ষের লোকজন ওই কৃষকের ছেলে বাদলের কাছ থেকে এক লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিয়োগ।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন