- সারাদেশ
- ইমামের বিরুদ্ধে বাবাকে মারধরের অভিযোগ
ইমামের বিরুদ্ধে বাবাকে মারধরের অভিযোগ

আহত আফতাব উদ্দিন -সমকাল
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরশহরস্থ পাটবাজার দারুস সালাম জামে মসজিদের ইমাম বদরোদ্দৌজার বিরুদ্ধে বৃদ্ধ বাবা আফতাব উদ্দিনকে (৯০) মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে বাবাকে চিকিৎসা না দিয়ে নিজের জিম্মায় রেখেছেন ওই ইমাম।
বৃদ্ধ আফতাব উদ্দিন বৃহস্পতিবার দুপুরে বলেন, বুধবার ফজরের নামাজের পর বাড়ির সম্পত্তি লিখে দেওয়ার কথা বলায় আমি অন্য ছেলেদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলি। এতে ক্ষিপ্ত হয়ে আমার লাঠি দিয়েই আমাকে মারধর করে বদরোদ্দৌজা।
বিষয়টি ধামাচাপা দিতে রামগঞ্জ পাটবাজার দারুস সালাম জামে মসজিদ কমিটির লোকজন ইমাম বদরোদ্দৌজাকে মানসিক বিকারগ্রস্থ বলে দাবি করেন। একজন অপ্রকৃতস্থ ব্যক্তিকে মসজিদের ইমাম নিয়োগ করা হলো কেন এমন প্রশ্নের জবাবে মসজিদ কমিটির ক্যাশিয়ার হারুন অর রশিদ বলেন, আমরা আগে বুঝতে পারিনি। আমরা রেজুলেশন করেছি তাকে বের করে দেওয়া হবে।
ইমাম বদরোদ্দৌজা জানান, আমার হিসাব নিকাশ বুঝিয়ে দিচ্ছে না তারা (বাবা-মা)। আমি তাদের খাওয়াচ্ছি।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগে বৃদ্ধ মানুষটিকে হাসপাতালে ভর্তি করা দরকার, চিকিৎসা দরকার। তারপরে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন