চাঁদপুরে পুলিশের একজন এসআই, দুইজন কনস্টেবল ও একজন নার্স সহ আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ এসব তথ্য জানান।

এ দিকে চিকিৎসায় সুস্থ হওয়ার পর চাঁদপুর সদরের রামপুরের কামরাঙ্গা এলাকার বৃদ্ধ আলী আজ্জম (৬৫) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি চাঁদপুরে প্রথম মৃত শনাক্ত ফয়সাল আহমেদের শ্বশুর।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, তিনি আক্রান্ত হওয়ার পর দু’টো রিপোর্ট নেগেটিভ আসে। তখন তিনি সুস্থ। আজ তিনি মারা গেছেন। যেহেতু তিনি একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তাই আমরা তার নমুনা সংগ্রহ করবো।

সিভিল সার্জন জানিয়েছেন, বৃহস্পতিবার মোট ৯২ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫ জনের রিপোর্ট পজেটিভ আর বাকি ৮৭ জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

তিনি জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৭৩ জনের। রিপোর্ট পাওয়া গেছে ৫৪২ জনের। এর মধ্যে পজেটিভ এসেছে ৩২ জনের। আর নেগেটিভ ৫১০ জনের। এছাড়া ঢাকা থেকে করোনা আক্রান্ত ৩ জন এখানে এসেছেন। 

সিভিল সার্জন জানান, ৩৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। মৃত ৩ জন। বাকিরা হাসপাতাল ও নিজ নিজ বাসা-বাড়িতে চিকিৎসাধীন আছেন।