লালমনিরহাট ও কুড়িগ্রামে ওসি, নার্স, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 

আক্রান্তরা হলেন কুড়িগ্রাম জেলা সদরের এক পুরুষ (৩৫), কাঠালবাড়ির এক পুরুষ (৩০), এক যুবক (১৭), অপর যুবক (২৪), হাতিরপাড় এলাকার এক পুরুষ (৫৩), ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী (২৮), ফুলবাড়ি থানার ওসি (৪৬), ভুরুঙ্গামারী উপজেলার এক কিশোর (১৬), এক নারী (২৬) ও এক পুরুষ (৩০)।

লালমনিরহাট জেলায় আক্রান্তরা হলেন, হাতিবান্ধা উপজেলার এক নারী (২৩), আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার (৪৬), আদিতমারী উপজেলার এক পুরুষ (৩০), এক যুবক (২৬), সাপ্টিবাড়ি এলাকার এক কিশোরী (১৪), এক কিশোর (১৬), এক কিশোরী (১৮), এক পুরুষ (৪০) ও এক বৃদ্ধা (৬৫) । বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে এই ১৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। 

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু বলেন, রংপুর মেডিকেল কলেজে বৃহস্পতিবার ৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 

ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামছুনাহার জানান, উপজেলা থেকে ৫১ জনের নমুনা পাঠানো হয়েছে । তার মধ্যে ৪৫ জনের নেগেটিভ এসেছে । আর দুইজন পজেটিভ পাওয়া গেছে। বাকিদের রির্পোট এখনো আসেনি। নতুন করে পজেটিপ পাওয়া সিনিয়র স্টাফ নার্সকে হাসাপাতাল সংলগ্ন নিজ বাড়িতে আইসোলশনে রাখা হযেছে । আর ফুলবাড়ি থানার ওসিকে ডাক বাংলোয় রাখা হয়েছে।