- সারাদেশ
- ট্রাকচাপায় প্রাণ গেল শ্যালিকা ও দুলাভাইয়ের
ট্রাকচাপায় প্রাণ গেল শ্যালিকা ও দুলাভাইয়ের

দুর্ঘটনাস্থলে আশপাশের মানুষের ভিড় -সমকাল
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালিকা ও দুলাভাই নিহত হয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের আঠাশ মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর সদরের আলম নগর এলাকার মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের ছেলে শহিদুজ্জামান সুমন (৩৫) এবং ঠাকুরগাঁও জেলার নেকমরদ চন্দন চহট গ্রামের সাইদুর রহমানের মেয়ে মোছা. সুর্বণা (২৩)। তারা সম্পর্কে শ্যালিকা ও দুলাভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যালিকা সুর্বণাকে নিয়ে দুলাভাই শহিদুজ্জামান সুমন রংপুর হতে মোটরসাইকেলে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের আঠাশ মাইল নামক এলাকায় বৃষ্টির ফলে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুজ্জামান সুমন নিহত হন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা সুবর্ণাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন