কুড়িগ্রামে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন স্টাফসহ নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পরীক্ষাগার থেকে ৭৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তাদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত। এই নিয়ে জেলায় মোট ৩২ জনের ফলাফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার আসা রিপোর্টে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের (ওসি) করোনা পজিটিভ এসেছে। তার বয়স ৪৬ বছর। জেলায় পুলিশ বিভাগের মধ্যে তিনি প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ৪৫ বছর বয়সী ও ৩৫ বছর বয়সী দু'জন স্টাফ এবং ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৮ বছর বয়সী একজন ব্রাদার করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুয়েতপল্লী এলাকার ১৭ বছর বয়সী এক কিশোর, ২৫ বছর বয়সী এক গৃহবধূ ও ৩০ বছর বয়সী যুবক এবং ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের খামার পত্রনবিশ গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোর, ২৬ বছর বয়সী এক গৃহবধূ ও ৩০ বয়সী এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত শণাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এই নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৬১২ জন। মেয়াদ শেষ হওয়ায় ১ হাজার ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনমুক্ত করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত জেলা থেকে ৭২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ৫৮০ জনের। তাদের মধ্যে মোট ৩২ জনের করোনা পজেটিভ এসেছে। এছাড়া করোনা আক্রান্তদের মধ্যে ৩ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।