- সারাদেশ
- পঞ্চগড় কারাগারের বন্দী করোনায় আক্রান্ত
পঞ্চগড় কারাগারের বন্দী করোনায় আক্রান্ত

ফাইল ছবি
পঞ্চগড় জেলা কারাগারের এক বন্দী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় ৪ জন কারারক্ষী, জেলা পুলিশের ২ সদস্য, পঞ্চগড় সদর হাসপাতালের ১ নার্স ও ১ ওয়ার্ডবয়সহ ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার পরীক্ষার জন্য কারাগারের ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত মঙ্গলবার ওই বন্দীর করোনা পজিটিভ রিপোর্ট আসলেও বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, ওই বন্দী অ্যাজমা রোগে ভুগছিলেন। গত ১মে রাতে তার অ্যাজমাসহ শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে পুলিশি পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির পরও শ্বাসকষ্ট থাকায় গত ৩ মে করোনাভাইরাস শনাক্তকরণের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই বন্দীর রিপোর্ট পজিটিভ আসে।
পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান বৃহস্পতিবার বলেন, পঞ্চগড় কারাগারের ওই বন্দী যে ওয়ার্ডে থাকতেন, সেই ওয়ার্ড লকডাউন করা হয়েছে। সেখনে থাকা ৫২ জন বন্দীসহ ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ওই বন্দীর সংস্পর্শে আসা কারারক্ষী, পুলিশ সদস্যসহ অন্যদেরও পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
কারাগারের জেলার শফিকুল আলম বলেন, ‘ওই বন্দী গত ৩ মার্চ ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে পঞ্চগড় কারাগারে আসেন। এর মধ্যে একবার তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। আগে থেকেই তার অ্যাজমার সমস্যা ছিল। ১ মে তাকে হাসপাতালে পাঠানোর পর বন্দীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা গ্রহণ করা হয়। মঙ্গলবার রাতে ওই বন্দীর শরীরে করোনা শনাক্ত হওয়ার খবর পেয়ে তিনি যে ওয়ার্ডে ছিলেন, সেটি লকডাউন করে দেওয়া হয়েছে। এছাড়া ওয়ার্ডে থাকা ৫২ জন বন্দীর বিশেষ নজরদারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তার সংস্পর্শে আসা চারজন কারারক্ষীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে পঞ্চগড় জেলা কারাগারে ২২৯ জন বন্দী রয়েছেন।’
মন্তব্য করুন