ঢাকা থেকে পালিয়ে আসা এক করোনা রোগীকে সাতক্ষীরার আশাশুনি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মহাজনপুর বিলের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। 

আক্রান্ত রোগী উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার সাভারের একটি গার্মেন্টসে চাকরি করেন। 

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে কৌশলে স্বামীকে সঙ্গে নিয়ে আশাশুনিতে তার বাবার বাড়িতে পালিয়ে আসেন। 

বেউলা গ্রামের একাধিক ব্যক্তি জানান, বুধবার ভোরে গ্রামবাসী বিষয়টি জানতে পেরে পুলিশকে জানায়। সকালে ওই রোগী স্বামী ও বাবা-মাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। 

স্থানীয় ইউপি সদস্য শেখ মো. জেরীর সহযোগিতায় দুপুরে ওই বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়। পরে বাড়িটি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। 

রাত সাড়ে ১০টার দিকে মহাজনপুর বিলের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয় পুলিশ।  

আশাশুনি থানার ওসি (ভারপ্রাপ্ত ) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহাজনপুর বিলের ভেতর তারা পালিয়ে ছিলেন। পুলিশ তাদের উদ্ধার করেছে। 

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, ওই করোনা রোগীসহ তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।